হিমালয়ের কোল ঘেষে বিস্তৃত দেশের উত্তরাঞ্চলের অন্যতম একটি উপজেলা ডোমার। খাদ্যে স্বয়ংসম্পূর্ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উজ্বল নক্ষত্র, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রতিসহ নানা বিষয়ে শ্রেষ্ঠত্ব বজায় রেখে ডোমার উপজেলা আপন মহিমায় ভাস্বর। নীলফামারী মহূকুমার প্রথম কার্যক্রম স্থাপিত হয়েছিল এ উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়ার মাহিগঞ্জ সংলগ্ন ্এলাকায়। ১৮৭৫ সালের ১৮ মে এর কার্যক্রম শূরু হয়ে ১৮৮২ সালের ১৮ মে পর্যন্ত চলছিল। এ উপজেলাটি নীলফামারী জেলা সদর হতে ২২ কিলোমিটার এবং বিভাগীয় শহর রংপূর হতে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত । শহীদ জননী জাহানারা ইমাম , মরমী শিল্পী আব্বাস উদ্দিনসহ অনেক প্রখ্যাত ব্যক্তির পদচিহ্ন একে দিয়েছে স্বপ্নের আলপনা ।
ডোমার উপজেলার নামকরন নিয়ে দূটি মত প্রচলিত একটি মত হচ্ছে মোঘল সম্রাজ্যের আগে ডোম সম্প্রদায়ের ডোমন নামীয় এক রাজার অবস্থানের কারনে এ শহরের নাম হয় ডোমার। আবার অনেকের মতে ব্রিটিশরা চিলাহাটী হতে খূলনা পর্যন্ত রেল লাইন স্থ্াপনের সময় এখানে একটি রেলষ্টেশনের নামকরনের সূত্র খ্ূঁঁজতে গিয়ে আশেপাশে ডোম সম্প্রদায়ের অবস্থানের কারনে ডোম থেকে ডোমার নামের উৎপত্তি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS