(অবস্থান, সীমানা ইত্যাদি)ডোমার উপজেলা প্রায় ২৬হু র্৫ উত্তর অক্ষাংশ হতে ২৬হু ১৬র্ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮হু ৪৫র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৮৮হু ৫৪র্ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। প্রায় ৪.০৪ বর্গ কিলোমিটার বনাঞ্চলসহ এর মোট আয়তন ২৫০.৮৬ বর্গকিলোমিটার। এর উত্তরে ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী থানা, পূর্বে ডিমলা ও জলঢাকা উপজেলা, দক্ষিনে নীলফামারী সদর এবং পশ্চিমে পঞ্চগড় জেলা ও ভারত ৩ টি ছিটমহল (দহলা খাগড়াবাড়ি, কোট ভাজনি ও বালাপাড়া খাগড়াবাড়ি)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS