১৯৫৫ সালে ৯৩ একর জমির উপর নির্মিত হয় রংপুর চিনিকল যা ডোমার উপজেলায় অবস্থিত নয় । দীর্ঘ অর্ধ শতাব্দি পারিদিয়ে ২০০১ সালের পর নানাপ্রতিকূলতায় মিলটি বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে কয়েক হাজার শ্রমিক ও প্রায় ৩০ হাজার আখ চাষী। বিগত ২০০৭সালে মিলটি পূনরায় চালূ করা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা পনের হাজার মে:ট:।
ডোমার উপজেলার প্রধান প্রধান ফসল ধান, গম, পাট, রাই-সরিষা, আলু, ইক্ষুও ভুট্টা। এছাড়া ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, কলা, পেপে উৎপন্ন হয়। রফতানী যোগ্য পন্য বলতে ধান, চাল, পাট ও আলু। ব্যবসা-বানিজ্য বলতে ধান, চাল, চামড়া ও আলু।
গুরুত্বপূণ ব্যবসা বানিজ্য
১৯৫৫ সালে ৯৩ একর জমির উপর নির্মিত হয় রংপুর চিনিকল যা বর্তমান ডোমার উপজেলায় অবস্থিত নয় । দীর্ঘ অর্ধ শতাব্দি পারিদিয়ে ২০০১ সালের পর নানাপ্রতিকূলতায় মিলটি বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে কয়েক হাজার শ্রমিক ও প্রায় ৩০ হাজার আখ চাষী। বিগত ২০০৭সালে মিলটি পূনরায় চালূ করা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা পনের হাজার মে:ট:।
শিল্পপ্রতিষ্ঠান:
একনজরে ডোমার উপজেলার শিল্পপ্রতিষ্ঠান | |||
১ | ভারীশিল্প | : | নাই |
২ | ক্ষুদ্রশিল্প | : | ১০ টি |
৩ | উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান | : | ১ টি শাহন হিমাগার ডোমার, নীলফামারী । |
৪ | পাটকল | : | নেই |
৫ | সরকারী বস্ত্রকল | : | নেই |
৬ | সিমেন্ট ফ্যাক্টরী | : | নাই |
৭ | গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরী | : | নাই |
৮ | ইপিজেড | : | প্রস্তাবিত |
৯ | তেল শোধনাগার | : | ৩ টি |
১০ | রাবার বাগান | : | নাই |
১১ | সার কারখানা | : | নাই |
১২ | চারাগান | : | ১৫ টি |
১৩ | চামড়া শিল্প | : | নাই |
১৪ | জাহাজ-ভাঙাশিল্প | : | নাই |
১৫ | জাহাজনির্মাণশিল্প | : | নাই |
১৬ | বহুজাতিককোম্পানী | : | সিপি একটি যেখানে ভূট্টা ক্রয় বিক্রয় করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস