Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ডোমার

আয়তনঃ ২৫০.৮৬ বর্গকিলোমিটার ।

লোকসংখ্যাঃ ২,৪৫,২৫০ জন (২০১১ সালের আদম শুমারী বেসরকারী ফলাফল অনুযায়ী)।

পুরুষ ভোটার সংখ্যাঃ ৭৮,৯৪০   জন

 

মোট ভোটার সংখ্যাঃ ১৫৭০৫১ জন ।

মোট খানার সংখ্যাঃ ৫৮,১৯৬ টি

পৌরসভার সংখ্যা : ০১ টি ।

ইউনিয়নের সংখ্যা : ১০ টি (১নং ভোগডাবুড়ী, ২নং কেতকীবাড়ী, ৩নং গোমনাতী, ৪নং জোড়াবাড়ী, ৫নং বামুনীয়া, ৬নং পাংগা মটকপুর, ৭নং বোড়া গাড়ী, ৮নং ডোমার, ৯নং সোনারায় ও ১০নং হরিণচরা)

মৌঁজার সংখ্যা     : ৪৭ টি।

ডাক বাংলোর সংখ্যাঃ ০২ টি।

রেলওয়ে  স্টেশনঃ ০৩ টি ।

প্রধান ডাকঘরঃ ০২ টি ।

ফায়ার  স্টেশনঃ ০১ টি ।

সীমামত্ম  চৌকিঃ ০৪ টি।

সংসদীয় এলাকাঃ ১২ - নীলফামারী -০১ ( ডোমার-ডিমলা)

 নির্বাচিত সংসদ সদস্যের নামঃ জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার । 

ডোমার উপজেলা প্রায় ২৬°৫'  উত্তর অক্ষাংশ হতে ২৬°১৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°৪৫' পূর্ব দ্রাঘিমা  থেকে ৮৮°৫৪' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত । প্রায় ৪.০৪ বর্গ কিলোমিটার বনাঞ্চলসহ এর  মোট আয়তন ২৫০.৮৬ বর্গকিলোমিটার। এর উত্তরে ভারতের কুচবিহার  জেলার হলদিবাড়ী থানা, পূর্বে ডিমলা ও জলঢাকা উপজেলা, দক্ষিনে নীলফামারী সদর এবং পশ্চিমে পঞ্চগড় জেলা ও ভারত ৩ টি ছিটমহল (দহলা খাগড়াবাড়ি, কোট ভাজনি ও বালাপাড়া খাগড়াবাড়ি)।

হিমালয়ের কোল  ঘেষে বিস্তৃত  দেশের উত্তরাঞ্চলের অন্যতম একটি উপজেলা  ডোমার। খাদ্যে স্বয়ংসম্পূর্ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উজ্বল নক্ষত্র, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রতিসহ নানা বিষয়ে  শ্রেষ্ঠত্ব  বজায়  রেখে  ডোমার উপজেলা আপন মহিমায় ভাস্বর। নীলফামারী মহূকুমার প্রথম কার্যক্রম স্থাপিত হয়েছিল এ উপজেলার  বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়ার মাহিগঞ্জ সংলগ্ন এলাকায়।  ১৮৭৫ সালের ১৮ মে এর কার্যক্রম শুরু হয়ে  ১৮৮২ সালের ১৮  মে পর্যন্ত চলছিল। এ উপজেলাটি নীলফামারী জেলা সদর হতে ২২ কিলোমিটার এবং বিভাগীয় শহর রংপুর হতে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত । শহীদ জননী জাহানারা ইমাম , মরমী শিল্পী  আববাস উদ্দিনসহ অনেক প্রখ্যাত ব্যক্তির পদচিহ্ন একে দিয়েছে স্বপ্নের আলপনা ।

ডোমার উপজেলার নামকরন নিয়ে দুটি মত প্রচলিত একটি মত হচ্ছে  মোঘল সম্রাজ্যের আগে  ডোম সম্প্রদায়ের ডোমন নামীয় এক রাজার অবস্থানের কারনে এ শহরের নাম হয়  ডোমার। আবার অনেকের মতে ব্রিটিশরা চিলাহাটী হতে খূলনা পর্যন্ত রেল লাইন স্থাপনের সময় এখানে একটি  রেলষ্টেশনের নামকরনের সূত্র খূ্ঁজতে গিয়ে আশেপাশে  ডোম সম্প্রদায়ের অবস্থানের কারনে  ডোম  থেকে  ডোমার নামের উৎপত্তি।