Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরপত্র বিজ্ঞপ্তি ১৪২৩ বাংলা সনের শর্তাবলীসহ
বিস্তারিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়

ডোমার, নীলফামারী।

(www.domar.nilphamari.gov.bd)

 

‘‘দরপত্র বিজ্ঞপ্তি’’

 

              এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানান যাচ্ছে যে, ডোমার উপজেলাধীন নিম্নবর্ণিত হাট-বাজার সমূহ ১৪২৩ বাংলা সনের জন্য ইজারা বন্দোবসত্ম প্রদানের নিমিত্ত দরপত্র আহবান করা যাচ্ছে। সীলমোহরকৃত দরপত্র নিম্নবর্ণিত তারিখ বেলা ১.০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর অফিস/সহকারী কমিশনার(ভূমি)/জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে দাখিল করতে হবে। একই দিনে বেলা ১.১৫ ঘটিকার সময় দরপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে। উলিস্ন­খিত হাট/বাজারের পাশের্ব বর্ণিত নির্ধার্রিত মূল্যে (অফেরৎ যোগ্য) দরপত্র সিডিউল ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজ পত্রাদি দরপত্র গ্রহনের পূর্বদিন বিকাল ৫.০০ ঘটিকা পর্যমত্ম নিম্নস্বাক্ষরকারীর অফিস/সহকারী কমিশনার(ভূমি), ডোমার/সোনালী ব্যাংক, ডোমার/পুলিশ স্টেশন, ডোমার থানা/জেলা প্রশাসক এর কার্যালয়, নীলফামারী হতে অফিস চলাকালীন সময়ে ক্রয় করা যাবে।  উলেস্ন­খ্য যে, শর্তাবলী ও অন্যান্য কাগজপত্রাদি নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পাওয়া যাবে।

 

ক্র: নং-

হাট/বাজারের নাম

ইউনিয়নের নাম

সম্ভাব্য ইজারা মূল্য

সিডিউলের মূল্য

১ম বারের দরপত্র গ্রহনের তারিখ

২য় বারের দরপত্র গ্রহনের তারিখ

৩য় বারের দরপত্র গ্রহনের তারিখ

চিলাহাটী হাট

ভোগডাবুড়ী

৬,৮১,০৩৫/-

২,০০০/=

০৮/০২/১৬

০৭/০৩/১৬

৩০/০৩/১৬

গোসাইগঞ্জ হাট

৪২,৭৮৩/-

৫০০/=

বিওপি হাট

১৮,৭৩৩/-

৫০০/=

মুক্তির হাট

৯৫৮/-

৫০০/=

আমবাড়ী হাট

গোমনাতী

২০,৮৯,৬৬৬/-

৪,৮০০/=

গোমনাতী বাজার

৬৪,১৪১/-

৫০০/=

মির্জাগঞ্জ হাট

জোড়াবাড়ী

৪,৭০,৪৬৬/-

১,৬০০/=

মির্জাগঞ্জ বাজার

৫,৩৭০/-

৫০০/=

বামুনিয়া কাছারী হাট

বামুনিয়া

১৩,১৩০/-

৫০০/=

১০

নাঠুয়াগঞ্জ হাট

১,৯৫০/-

৫০০/=

১১

পাংগা পীরের হাট

পাংগামটুকপুর

১৩,৩৩১/-

৫০০/-

১২

বোড়াগাড়ী হাট

বোড়াগাড়ী

২২,৪১,০৩৩/-

৫,২০০/-

১৩

বোড়াগাড়ী বাজার

১৫,১৭৬/-

৫০০/=

১৪

মাহিগঞ্জ হাট

২০,০৫০/-

৫০০/=

১৫

নিমোজখানা হাট

৯,৯৫০/-

৫০০/=

১৬

আজিজারমিয়া হাট

৫৬,৯৬৭/-

৫০০/=

১৭

বসুনিয়া হাট

সোনারায়

৫০,০২,৩৬৭/-

১০,৮০০/-

১৮

সোনারায় ফার্ম হাট

৩০,০০০/-

৫০০/=

১৯

ডুগডুগির হাট

৩৩,৫৩৩/-

৫০০/=

২০

সোনারায় মাদ্রাসাহাট

১২,২৯৭/-

৫০০/=

২১

ধরনীগঞ্জ হাট

হরিনচড়া

১,০০,২১৬/-

১,০০০/-

২২

বুড়ির হাট

৭২,৫০০/-

৫০০/=

২৩

কাজীর হাট

কেতকীবাড়ী

২,৭০১/-

৫০০/-

 

 

 

   স্বাক্ষরিত

( মোছাঃ সাবিহা সুলতানা )                

উপজেলা নির্বাহী অফিসার 

ডোমার,  নীলফামারী।  

                                                                                     

   মারক নং-উনিঅ/ডোম/হাট-বাজার/ইজারা/২০১৬/                                                                               তারিখঃ   ২০ জানুয়ারি ২০১৬।

 

            অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হ’লঃ

০১।           সচিব, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা।

০২।           বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ,রংপুর।

০৩।          জেলা প্রশাসক, নীলফামারী

০৪।           চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ডোমার, নীলফামারী।

০৫।           উপজেলা নির্বাহী অফিসার, নীলফামারী সদর/সৈয়দপুর/জলঢাকা/ডিমলা/কিশোরগঞ্জ, নীলফামারী।

 

০৬।          মেয়র, ডোমার পৌরসভা, ডোমার, নীলফামারী। 

০৭।           সহকারী কমিশনার (ভুমি), ডোমার, নীলফামারী।

০৮।          উপজেলা...............................অফিসার, ডোমার, নীলফামারী।

০৯।           চেয়ারম্যান,.............................ইউনিয়ন পরিষদ,ডোমার, নীলফামারী।

১০।           ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা,..............................ইউনিয়ন ভুমি অফিস, ডোমার-তাকে বিজ্ঞপ্তিটি হাট-বাজারে ঢোল সহরতের মাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হ’ল।

১১।           ইজারাদার,.......................................হাট/বাজার, ডোমার, নীলফামারী।

১২।           নোটিশ বোর্ড/অফিস কপি।

                                                                                                                       স্বাক্ষরিত

                           উপজেলা   নির্বাহী অফিসার                           

  ডোমার, নীলফামারী।

 

১৪২৩ বাংলা সনের হাট-বাজার ইজারার শর্তাবলী

০১।       বাংলা ১৪২৩ সনের ১লা বৈশাখ হইতে ১৪২৩ সনের ৩০ শে চৈত্র ১ (এক) বৎসর মেয়াদকালের জন্য হাট-বাজার ইজারা দেওয়া হইবে।

 

০২।       দরপত্রদাতাকে দরপত্রের সহিত দরপত্রে উল্লিখিত দরের ৩০% (শতকরা ত্রিশ ভাগ) অর্থ জামানত হিসাবে যে

কোন তফসিলী ব্যাংক হইতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে “উপজেলা নির্বাহী অফিসার, ডোমার” এর অনুকুলে জমা দিতে হইবে। ইহার অন্যথায় দরপত্র সরাসরি বাতিল বলিয়া গন্য হইবে। উক্ত টাকা হইতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হইবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসাবে সংরক্ষিত থাকিবে। ইজারা গ্রহীতা নিয়মিত হাট-বাজার নিজ খরচে পরিস্কার না করিলে অন্য কোন ক্ষতি সাধন করিলে উক্ত জামানত হইতে তাহা মিটানো হইবে। বৎসর সমাপনান্তে অব্যহৃত টাকা জমাকারীর বরাবর প্রত্যার্পণ করা হইবে।

 

০৩।     যাহার দরপত্র গৃহীত হইবে, দরপত্র সংবাদ অবহিত হওয়ার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উল্লিখিত দরের অবশিষ্ট ৭৫% (শতকরা ৭৫ ভাগ) অর্থ মোট দাখিলকৃত দরের উপর অতিরিক্ত ৫% আয়কর এবং ১৫% ভ্যাট অবশ্যই একই সঙ্গে পরিশোধ করিতে হইবে, অন্যথায় হাট-বাজারের জন্য জমাকৃত জামানত বাজেয়াপ্তপূর্বক পুণরায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হইবে।

 

০৪।       প্রাপ্ত দরপত্রের সর্বোচ্চ দর গ্রহণ করা হইবে এবং উক্ত অংক যদি সংশ্লিষ্ট হাট-বাজারের সরকারি মূল্যের কম হয় তাহা হইলে পুণরায় দরপত্র আহ্বান করা হইবে।

 

০৫।       এক হাট-বাজারের জন্য ক্রয়কৃত দরপত্র আরেক হাট-বাজারের জন্য দরপত্র হিসাবে ব্যবহার করা যাইবে না। দরপত্র গ্রহণের দিন কোন দরপত্র সিডিউল বিক্রয় করা হইবে না। এক দফার জন্য বিক্রয়কৃত দরপত্র অন্য দফায় আহ্বানকৃত হাট-বাজারের দরপত্র হিসাবে ব্যবহার করা যাইবে না।

 

০৬।       খামের উপর দরপত্রদাতার নাম, ঠিকানা ও হাট-বাজারের নাম স্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে।

 

০৭।       সরকার অনুমোদিত টোল আদায়ের হার মোতাবেক টোল আদায় করিতে হইবে। বিনা রশিদে টোল আদায় করা যাইবে না। ইজারাদার নিজ খরচে বাজারে দৃশ্যমান একাধিক স্থানে টোল চার্ট প্রদর্শনের ব্যবস্থা করিবেন।

 

০৮।       প্রত্যেক হাট-বাজারের জন্য পৃথক সীলমোহরকৃত খামে দরপত্র দাখিল করিতে হইবে। দরপত্রদাতাকে দরপত্রের প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর করিতে হইবে।

 

০৯।       ইজারাদার কোনক্রমেই হাট-বাজার অন্যের নিকট সাব-লিজ দিতে পারিবেন না।

 

১০।       ইজারার সমস্ত অর্থ (ভ্যাট, আয়করসহ) পরিশোধের ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ৩০০/- (তিন শত টাকা মাত্র) ননজুডিশিয়াল স্ট্যাম্পে ইজারাদার কর্তৃক ইজারা চুক্তি সম্পাদন করিতে হইবে।

 

১১।       দুই বা ততোধিক দরপত্র দাতার দর সর্ব্বোচ্চ বা একই হইলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।

 

১২।       ইজারাদার নিজ খরচে হাট-বাজার পরিস্কার –পরিচ্ছন্ন রাখিবেন।

 

১৩।       ইজারাদার নিজ খরচে একটি পরিদর্শন রেজিস্টার সংরক্ষণ করিবেন।

 

১৪।       কোন প্রকার ঘষা-মাজা,কাটাকাটি,  লেখার উপর লেখা দরপত্র গ্রহণযোগ্য হইবে না।

 

১৫।       নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক হাট-বাজার ইজারা অনুমোদিত না হইলে ইজারা বাতিল বলিয়া গণ্য হইবে এবং দখলকৃত সময়ে হারাহারিভাবে ইজারার অর্থ কর্তন পূর্বক বাকী অর্থ ইজারাদারকে প্রদান করা হইবে।

১৬।       হাট- বাজারের ইজারার টাকা সরকারি দাবী আদায় আইন অনুযায়ী সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায় করা যাইবে।

 

১৭।       চুক্তিপত্রের যে কোন শর্ত লংঘন করা হইলে ইজারা বাতিল করা যাইবে।

 

১৮।       কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/01/2016