শহীদ আনজারুল হক (ধীরাজ) মিজানুর রহমান (মিজান)স্মৃতি পাঠাগার ও মিলনায়তন
ডোমার, নীলফামারী।
১৯৫০ ইং সালে প্রতিষ্ঠিত জিন্নাহ মেমোরিয়াল হল ১৯৭১ ইং সালে মহান মুক্তিযোদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আনজারুল হক কে (ধীরাজ) ও মিজানুর রহমান (মিজান) এর নামকরণের প্রতিষ্ঠিত। ঐতেহ্যবাহী শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন। প্রতিষ্ঠানটি ডোমার বাজার রেলস্টেশন রোডের পূর্বে ১০(দশ) শতক জমির উপর প্রতিষ্ঠিত। নীচতলা সম্পূর্ণ মার্কেট ২য় তলা পাঠাগার,ক্রীড়াকক্ষ, পাঠকক্ষ, উন্মূক্ত মঞ্চ, দৈনিক সংবাদপত্র সরবরাহ ও পাঠকদের কক্ষ ও কার্যনির্বাহী পরিষদের সভাকক্ষ। প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা প্রায় ২৫০ জন। গ্রন্থাগারে অতি পুরাতন ও নতুন মিলে সহসাধিক এর বেশি বহি সংরক্ষিত আছে। যা পাঠকদের মাঝে নিয়মিত সরবরাহ করা হয়। দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এর অবকাঠামো নির্মিত হয়েছে। যে বর্তমানে গণগ্রন্থগার কর্তৃক নিবন্ধিত।
প্রতিবছর বইপড়া উৎসব প্রতিযোগিতা, জি পি এ ৫+ ছাত্র/ছাত্রীদের সংবধর্ণা অনুষ্ঠান, আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি দেশের একটি অনুকরণীয় দৃষ্ঠান্ত।
শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের নিম্নবর্ণিত কমিটির সদস্যবৃন্দ ।
ক্রমিক নং | নাম | পদবী | ছবি | মন্তব্য |
---|---|---|---|---|
১ | জনাব মোঃ ইলিয়াস হোসেন | গ্রন্থাগার সমাপদক | ||
২ | জনাব মোঃ সহিদার রহমান | ক্রীড়া সম্পাদক | ||
৩ | জনাব মোঃ আল আমিন রহমান | সাহিত্য ও প্রকাশনা সম্পাদক | ||
৪ | জনাব শ্রী শেখর চন্দ্র সাহা | অর্থ সম্পাদক | ||
৫ | জনাব গোলাম মোস্তফা | আজীবন সদস্য | ||
৬ | জনাব অধ্যক্ষ শাহিনুর ইসলাম | ঐ | ||
৭ | জনাব রওশন রশীদ | ঐ | ||
৮ | জনাব মোঃ মোজাফফর আলী | ঐ | ||
৯ | জনাব মোঃ এনায়েত হোসেন নয়ন | ঐ | ||
১০ | জনাব বিকাশ চন্দ্র সাহা | গ্রন্থাগারিক |