Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

নদ-নদী

৩ টি -দেওনাই,শালকি, বুড়ি তিস্তা

উল্লেখ যে, বুড়ি তিস্তা নদীটি সদূর ভারত থেকে প্রবাহিত হয়ে গোমনাতী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে পর্যায়ক্রমে ডালিয়ায় মিলিত হয়েছে।

বর্ষায় প্রায়ই সব নদী  পানিতে   থৈ থৈ করে। আর শুকনা মৌসুমে সব নদী শুকিয়ে প্রায়ই  মরে যাওয়ার মত অবস্থা হয়।  নদীগুলোতে দেশি মাছ , বিদেশী কার্প জাতীয় মাছ প্রচুর পরিমানে পাওয়া যায়। তবে নদীগুলো নাব্যতা  হারাচ্ছে। ফলে সামান্য পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। নদীগুলো যেন প্রকৃতির অবারিত দান। প্লাবিত হওয়ার ফলে  পলি পড়ে ফলে শস্য ও কৃষি জমিতে উর্বরতা বৃদ্ধি পায় তাই ফসল ও ব্যাপক হারে ফলে।